উটের RBC র বৈশিষ্ট্য
উটের RBC (লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট ) ছোটো, নিউক্লিয়াস যুক্ত, ডিম্বাকার ও লম্বাটে আকৃতির হয়।
অভিযোজন গত বৈশিষ্ট্য:-
1. উটের RBC এর এই বিশেষ আকৃতি উটকে জল সহনের জন্য সাহায্য করে।
2. ডিম্বাকার ও লম্বাটে হওয়ার জন্য অতি সূক্ষ্ম রক্তবাহের মধ্যে দিয়ে অনায়াসে চলাচল করতে পারে
3. উটের RBC অনেক বেশি অভিস্রবনীয় চাপ সহ্য করতে পারে ।
4. RBC নিউক্লিয়াস যুক্ত হওয়ায় স্বাভাবিক আয়তনের 240%পর্যন্ত প্রসারিত হতে পারে, ফলে RBC তে অতিরিক্ত পরিমাণ জল প্রবেশ করলেও RBC র হিমোলাইসিস ঘটে না অর্থাৎ ফেটে যায় না। উটের দেহে জলাভাবের সময় এই জল পুনরায় RBC থেকে বেরিয়ে আসে ও জলের চাহিদা পূরণ করে।
উটের RBC নিউক্লিয়াস যুক্ত এটি স্তন্যপায়ী প্রানীর RBC এর ব্যতিক্রম
0 Comments