Ad Code

হেটারোপিকনোসিস | Heteropicnosis in bengali

 হেটারোপিকনোসিস | Heteropicnosis in bengali

ক্রোমোজোমের ইউক্রোমাটিন অংশ ইন্টারফেজ এবং প্রফেজের প্রথম দিকে হালকা বর্নে রঞ্জিত হয় কিন্তু মেটাফেজ ও অ্যানাফেজ দশায় গাড় বর্নে রঞ্জিত হয়। অপর পক্ষে হেটারোক্রোমাটিন অংশ ইন্টারফেজ এবং প্রফেজের প্রথম দিকে গাড় বর্নে রঞ্জিত হয় কিন্তু মেটাফেজ ও অ্যানাফেজ দশায় হালকা বর্নে রঞ্জিত হয়। হেটারোক্রোমাটিনের রঞ্জিত হওয়ার এই বিভিন্নতাকে  হেটারোপিকনোসিস বলে।

Post a Comment

0 Comments

Close Menu