Ad Code

ক্যারিওটাইপ ও ইডিওগ্রাম | karyotype and Ideogram in bengali

 ক্যারিওটাইপ ও ইডিওগ্রাম | Karyotype and Ideogram

Ans...

ক্রোমোজোমের আকার, আয়তন, সংখ্যা ইত্যাদির ভিত্তিতে তাদের বিন্যস্ত করাকে ক্যারিওটাইপ বলে। যে কোন প্রজাতির ক্ষেত্রে তার ক্যারিওটাইপ সর্বদা নির্দিষ্ট। কোন কোশের মেটাফেজ ক্রোমোজোমগুলিকে অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষন করে তার আলোকচিত্র(photomicrograph) গ্রহন করার পর সেই চিত্র থেকে ক্রোমোজোমে র প্রতিটি চিত্র আলাদা ভাবে কেটে পরপর আকার আয়তন অনুসারে সাজানো কে ক্যারিওটাইপিং(karyotyping) বলে, এবং তারপর সেই সজ্জিত চিত্রকে ক্যারিওটাইপ বলে। 


                         চিত্র:- ক্যারিওটাইপ 

ইডিওগ্রাম:- ক্যারিওটাইপ এর নকশা চিত্রকে (Diagrammatic) ইডিওগ্রাম বলে। 

মানুষের ক্যারিওটাইপে 23 জোড়া ক্রোমোজোমকে বড় থেকে ছোট আকারে সজ্জিত করে A,B,C,D,E,F,G নামক সাতটি শ্রেণী তে ভাগ করা হয়েছে।

Post a Comment

0 Comments

Close Menu