Ad Code

Haversian Canal (হ্যাভারসিয়ান নালি)

 Haversian Canal (হ্যাভারসিয়ান নালি) 

 

দৃড় দীর্ঘ অস্থিতে উলম্ব দৈর্ঘ্য বরাবর কতগুলি নালিকা অবস্থিত থাকে, তাদের হ্যাভারসিয়ান নালিকা বলা হয়। এর মধ্যে রক্তবাহ, লসিকাবাহ,স্নায়ুরজ্জু,অস্থিকোশ থাকে। হ্যাভারসিয়ান নালিকাকে বেষ্টন করে থাকে ল্যামেলি।

হ্যাভারসিয়ান নালি, ল্যামেলি, ল্যাকুনি, ও ক্যানালিকুলি একত্রে হ্যাভারসিয়ান তন্ত্র (Haversian system) গঠন করে।

Post a Comment

0 Comments

Close Menu