Ad Code

পোলার ও ননপোলার হরমোন |polar hormone and nonpolar hormone in bengali

 পোলার ও ননপোলার হরমোন |polar hormone and nonpolar hormone in bengali

পোলার হরমোন:- 

      দ্রবনীয় হরমোন গুলিকে পোলার হরমোন বলা হয়। পোলার হরমোন গুলি তাদের দ্রবনীয়তা ধর্মের কারণে কোশ পর্দা ভেদ করতে পারে না।

 ননপোলার হরমোন:- 

        জলে অদ্রবনীয় কিন্তু লিপিড বা ফ্যাটে দ্রবনীয় হরমোন গুলিকে ননপোলার হরমোন বলা হয়। লিপিডে দ্রবনীয়তার কারনে একে লিপোফিলিক হরমোনও বলা হয়। এই হরমোন গুলি টার্গেট কোশের অভ্যন্তরে প্রবেশ করে নিউক্লিয়াসের গ্রাহক প্রোটিনের সাথে যুক্ত হয় ও লিগান্ড-নির্ভর ট্রান্সক্রিপশান শর্তরুপে কাজ করে এবং DNA র ট্রান্সক্রিপশনের বৃদ্ধি ঘটায়।

Post a Comment

0 Comments

Close Menu