Ad Code

বিপদ সংকেত হিসেবে কোন আলো ব্যবহার করা হয় ও কেন

বিপদ সংকেত হিসেবে কোন আলো ব্যবহার করা হয় 


a. নীল

b. লাল

c. সবুজ 

d. বেগুনি 


Ans...

দৃশ্যমান আলোগুলির মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক। সেইজন্য বায়ুমণ্ডলে ভাসমান ধুলিকনা দ্বারা লাল আলোর বিক্ষেপ সর্বনিম্ন, কারন বিক্ষেপনের পরিমান আলোর তরঙ্গদৈর্ঘ্যর চতুর্থঘাতের ব্যাস্তানুপাতিক। অর্থাৎ, লাল বর্ণের আলো বায়ুস্তর ভেদ করে সোজা বহুদূর চলে যেতে পারে। সেই কারনে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়।

সঠিক উত্তর হল- লাল বর্ন

Post a Comment

0 Comments

Close Menu