Ad Code

অটোক্রিন হরমোন/প্যারাক্রিন হরমোন/লোকাল বা স্থানীয় হরমোন/ ট্রপিক হরমোন/ Autocrine / paracrine/ local and Trophic hormone

 অটোক্রিন হরমোন(Autocrine Hormone)-

 যেসব হরমোন তার উৎপাদক ও কোশেই ক্রিয়াশীল তাদের অটোক্রিন হরমোন বলে।

উদাহরণ-  রক্ত বাহের অন্তঃপ্রাচীরের কোশে উৎপন্ন PAF( Platelet Activating Factors) ওই কোশেই কাজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইত্যাদি।

প্যারাক্রিন হরমোন(Paracrine Hormone) -

পাশাপাশি অবস্থিত দুটি হরমোন ক্ষরণ কারী কোশের একটির হরমোন যদি অপরটির ক্ষরণ নিয়ন্ত্রণ করে তখন তাকে প্যারাক্রিন হরমোন বলে।

উদাহরণ- আলফা কোশের গ্লুকাগন বিটা কোশের ইনসুলিন ক্ষরনে প্রভাব বিস্তার করে।

ট্রপিক হরমোন(Tropic Hormone) - 

 যেসব হরমোন কোন একটি নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় অপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি কে হরমোন ক্ষরণে উদ্দীপনা করে তাকে ট্রপিক হরমোন বলে।

উদাহরণ- ACTH, GH, GTH, TSH,


লোকাল হরমোন(Local Hormone) - 

যেসব হরমোন উৎস স্থলে বা উৎস স্থল এর নিকটে ক্রিয়া করে তাদের লোকাল হরমোন বলে।

উদাহরণ- গ্যাস্ট্রিন, সিক্রেটিন, টেস্টোস্টেরন, এরিথ্রোপোয়েটিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন।

Post a Comment

0 Comments

Close Menu