Ad Code

পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও | মৌলিক সংখ্যা ও যৌগিক(কৃত্রিম) সংখ্যা কাকে বলে উদাহরণ

পরস্পর মৌলিক সংখ্যা | মৌলিক সংখ্যা ও যৌগিক(কৃত্রিম) সংখ্যা কাকে বলে 

যদি দুটি সংখ্যার ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, তবে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে।

যেমন- ৪ ও ৯, ৩ ও ৭ পরস্পর মৌলিক সংখ্যা 

✔দুটি মৌলিক সংখ্যা সর্বদাই পরস্পর মৌলিক সংখ্যা হয়ে থাকে।যেমন- ২ ও ৭

✔দুটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে। যেমন- ৯ ও ২৫

✔একটি মৌলিক ও একটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা নাও হতে পারে। যেমন- ৭ ও ২১

👨‍💻 দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু সর্বদা ১ হয়।

👩‍💻 দুটি মৌলিক সংখ্যার ল.সা.গু = সংখ্যা দুটির গুনফল

🖍মৌলিক সংখ্যা:- 

যে সংখ্যা কেবল ১ ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, অপর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯....


🖍যৌগিক বা কৃত্রিম সংখ্যা: 

যে সংখ্যা ১ ও সেই সংখ্যা ছাড়া অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা কে যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলে।

যেমন- ২,৪,৬,৮,১০,১২,১৪.....

Post a Comment

0 Comments

Close Menu