Ad Code

বিপাকীয় নিউক্লিয়াস কোশ চক্রের কোন দশায় দেখা যায়?/ বিপাকীয় নিউক্লিয়াস কাকে বলে/ what is metabolic nucleus and metabolic stage of cell cycle

বিপাকীয় নিউক্লিয়াস কোশ চক্রের কোন দশায় দেখা যায়?

a. প্রফেজ
b. ইন্টারফেজ
c. টেলোফেজ
d. মেটাফেজ


Ans. (b) ইন্টারফেজ


কারন:- 
           ইন্টারফেজ দশায় কোশে বিভিন্ন প্রকার জৈব পদার্থ সংশ্লেশিত হয় এবং কোশের নিউক্লিয়াস বিপাকীয় ভাবে অত্যন্ত সক্রিয় থাকে,ফলে কোশের আকার ও আয়তন প্রায় দ্বিগুণ হয়। সেজন্য ইন্টারফেজ দশাকে মেটাবলিক ফেজ (বিপাকীয় দশা) ও এই দশার নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস (metabolic nucleus) বলে।

Post a Comment

0 Comments

Close Menu