দৌড়ানোর সময় স্নায়ুতন্ত্র কীভাবে শরীরের বিভিন্ন তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে?
➡️উত্তর :
প্রাণীদেহে স্নায়বিক নিয়ন্ত্রণ : বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রাহক বা রিসেপটরের মাধ্যমে গৃহীত হয়ে সেনসরি স্নায়ুর (বা মিশ্র স্নায়ুর) মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌছায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনার বিশ্লেষণের পর চেষ্টীয় নির্দেশনা চেষ্টীয় স্নায়ু (বা মিশ্র স্নায়ুর) মাধ্যমে কারক অঙ্গ হিসেবে পেশি বা গ্রন্থিতে পৌছায়, চেষ্টীয় নির্দেশনার মাধ্যমে প্রাণীদেহে কলা, অঙ্গ ও তন্ত্রের বিভিন্ন কাজের মধ্যে ভৌত সমন্বয় গড়ে ওঠে। যেমন—দৌড়ানাের সময় পায়ের পেশির দ্রুত সংকোচন ও প্রসারণ ঘটে।
সেজন্য পায়ের পেশি কোশে প্রয়ােজন অতিরিক্ত গ্লুকোজ ও অক্সিজেন প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদের মস্তিষ্ক রক্তের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্ধারণ করে মধ্যচ্ছদা ও পঞ্জরাস্থি পেশিতে প্রয়ােজনীয় স্নায়বিক স্পন্দন পাঠায়, ফলে ফুসফুস দ্রুত ও গভীরভাবে শ্বাস নেয় ও অধিক পরিমাণ অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়, এই সময় মস্তিষ্ক থেকে প্রয়ােজনীয় নির্দেশ হৃৎপিণ্ডে পৌছালে হৃৎপিণ্ড দ্রুত পাম্প করে রক্তের মাধ্যমে গ্লুকোজ ও অক্সিজেনকে পায়ের পেশিতে পৌছে দেয়। এই সমস্ত কাজগুলি স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিতভাবে ঘটে।
More Related Questions
0 Comments