Ad Code

WB Madhyamik Physical Science Suggestion 2021 / মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021

 

WB Madhyamik Physical Science Suggestion 2021 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021

মাধ্যমিক 2021 এর জন্য ভৌত বিঞ্জান এর খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশন পরিবর্তিত সিলেবাস অনুযায়ী। ভৌত বিঞ্জানের প্রথম অধ্যায় থেকে কিছু ১ মার্কের প্রশ্ন ও কিছু ২ মার্কের প্রশ্ন আলোচনা করা হয়েছে। আশা করা যায় এই প্রশ্নগুলো থেকে কমন পাওয়া যেতে পারে ২০২১ মাধ্যমিক ভৌত বিঞ্জান পরীক্ষায়। 

মাধ্যমিক ২০২১ পরীক্ষা:

বিষয়- ভৌত বিঞ্জান  

অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা 

প্রশ্ন মান - ১ & ২ 


🛸🛸🛸  1 mark Questions   🛸🛸🛸


i) বায়ুমণ্ডলের শীতলতম স্তর এর নাম কি ?

i) ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয় ?

iii) জ্বালানির তাপন মূল্যের একক কি ?

iv) একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখ।

v) বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?

vi) কৃত্রিম উপগ্রহ বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে ?

vii) একটি বায়াে ফুয়েল এর নাম লিখ ।

vii) কোন ধরনের ব্যাকটেরিয়া বায়ােগ্যাস উৎপাদনের জন্য দায়ী ?

ix) CFC এর কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা পালন করে?

x) 'ফায়ার আইস' কি? এর সংকেত লিখ।

xi) 'প্রাকৃতিক সৌরপর্দা' বায়ুমন্ডলের কোন স্তরকে বলা হয় ?

xii) বায়ুমন্ডলের কোন স্তরে ঝড়, বৃষ্টিপাত হয় ?

xiii) বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এর নাম কি ?


🛰🛰🛰   2 mark Questions  🛰🛰🛰


i) ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় ?

ii) স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও। জ্বালানির তাপন মূল্য কি ?

iii) বায়ােগ্যাস কি ? এর উপাদান গুলি লেখ ।

iv) ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা লেখ।

v) 'মিথেন হাইড্রেট' কি ?

vi) গ্রীন হাউস প্রভাব কমানাের কয়েকটি উপায় লেখ।







Post a Comment

0 Comments

Close Menu