মাধ্যমিক 2021 ভৌত বিঞ্জান সাজেশন গ্যাসের আচরন থেকে সমস্ত ১ ও ২ মার্কের প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশন
A. Short questions ( 1 mark questions)
1. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
2. কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মত আচরণ করে?
3. কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির বেগ শূন্য হয়?
4. চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক গুলি কি কি?
5. pv - p লেখচিত্রের আকার কেমন?
6. SI এককে R এর মান কত?
7. বয়েলের সূত্রের লেখচিত্রের আকার কেমন?
8. প্রমান চাপের মান SI এককে কত?
9. গ্যাসের চাপ কোন যন্ত্রের মাপা হয়?
10. কোনটি হালকা আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু?
B. 2 mark questions:-
1. pv = nRt সমীকরনটি প্রতিষ্ঠা করো।
2. চার্লসের সূত্র থেকে কিভাবে পরমশূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়?
3. মাত্রা বিশ্লেষণ এর সাহায্যে R এর একক নির্নয় করো।
4. ফুটবলে হাওয়া দিলে ফুটবলের চাপ ও আয়তন দুই বাড়ে এক্ষেত্রে বয়েলের সূত্রটি কি প্রযোজ্য হয় ব্যাখ্যা করো?
5. চার্লসের সূত্রটি লিখ।
6. গ্যাসের অনুগুলির গতির উপর শ্রোতা ও চাপের প্রভাব লেখ।
7. আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ গুলি লেখ।
8. 0° উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসটির চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত?
0 Comments