মধ্যবর্ণ কোন বর্ণকে বলে?
হলুদ বর্ণকে মধ্যবর্ণ বলা হয় কারন সাদা আলোয় যে সাতটি বর্ণ দেখা যায় তার মধ্যে বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম(4000A°) ও লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি (8000A°) এবং হলুদ বর্ণের তরঙ্গদৈর্ঘ্য (6000A°) যা প্রান্তীয় দুটি বর্ণের (লাল ও বেগুনি) তরঙ্গদৈর্ঘ্যের গড় মান। তাই হলুদ বর্ণকে মধ্যবর্ণ বলে।
0 Comments