ক্যানসারের প্রকারভেদ (Types of Cancer) :》 যে প্রকার কোশ বা কলা থেকে উৎপন্ন হয়, তার ভিত্তিতে ক্যানসারের শ্রেণীবিভাগ করা হয়। আবরনী কলা থেকে উৎপন্ন ক্যানসারকে বলা হয় কারসিনােমা(carcinomas) ; যােগকলা বা পেশী কলা থেকে উৎপন্ন ক্যানসার হলাে সারকোমা (sarcomas)। অন্যান্য যে সব ক্যানসার, রক্ত উৎপাদনকারী কলা (hemopoitic cells) বা স্নায়ুকলা কোশ থেকে উৎপন্ন হয় তাদের বলে লিউকেমিয়া (leukemias)। কিছু উল্লেখযােগ্য ক্যানসারের নাম নীচে দেওয়া হল
🔎 A. আবরণীকলা》
🦂1. বাইরের আবরণী কলা – স্কোয়ামাস কারসিনােমা (squamous carcinoma)।
🦂2. লসিকা গ্রন্থির আবরণী কলা—অ্যাডেনাে কারসিনােমা (adeno carcinoma)।
🦂1. বাইরের আবরণী কলা – স্কোয়ামাস কারসিনােমা (squamous carcinoma)।
🦂2. লসিকা গ্রন্থির আবরণী কলা—অ্যাডেনাে কারসিনােমা (adeno carcinoma)।
🔎 B. যােগকলা》
🦂1. তন্তুময় কলা— ফাইব্রোমা (fibroma)
🦂2. তরুণাস্থি - কনড্রোসারকোমা(chondrosarcoma)
🦂3. অস্থি- অসটিওজেনিক সারকোমা (osteogenic sarcoma)
🦂4. মেদকলা – লাইপােসারকোমা (liposarcoma)
🔎C.পেশীকলা :》
🦂1. অনৈচ্ছিক পেশী – লিওমায়ােসারকোমা (leiomyosarcoma)
🦂2. ঐচ্ছিক পেশী – রাবডােমায়ােসারকোমা (rhabdomyosarcoma)
🔎D. সংবহন কলা :》
🦂1. রক্তনালী – হিমাঞ্জিওসারকোম (haemangiosarcoma)।
🦂2. লসিকানালী – লিম্ফ্যাঞ্জিওসারকোমা (lymphangiosarcoma)।
🔎E. শ্বেত কণিকা ও রক্ত উৎপাদনকারী কলা :》
🦂1. শ্বেতকণিকা – লিম্ফোসারকোমা (lymphosarcoma)
🦂2. মায়ালয়েড কোশ –মায়ালয়েড লিউকেমিয়া (myeloid laukemia)
🦂1. নিউরােগ্লিয়া – মেডুলােব্লাসটোমা
(medulloblastoma)
🔎G. রঞ্জক কোশ :》
🦂1. মেলানােব্লাস্ট –ম্যালিগন্যান্ট মেলানােমা (malignant melanoma)
🔎H. ভূণকোশ -》
🦂টেরাটোমা (teratoma)
🔎H. ভূণকোশ -》
🦂টেরাটোমা (teratoma)
More related questions
0 Comments