Ad Code

বিভিন্ন জীবের ক্রমোজোম সংখ্যা | lowest and highest number of Chromosome bearing Organism

 বিভিন্ন জীবের ক্রমোজোম সংখ্যা | lowest and highest number of Chromosome bearing Organism


আমরা জানি সমস্ত জীবের ক্রমোজোম সংখ্যা সমান হয় না। তাই সমস্ত জীবের বৈশিষ্ট্য ও একই হয় না। অর্থাৎ প্রতিটি জীবের ক্রমোজোম সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। আমরা দেখেছি কিছু জীব আছে যাদের ক্রোমোজোম সংখ্যা খুবই বেশি অর্থাৎ তারা হল সর্বাধিক ক্রোমোজোম সংখ্যা যুক্ত জীব। আবার কিছু জীব আছে যাদের ক্রোমোজোম সংখ্যা খুবই কম,  অর্থাৎ তাদের সর্বনিম্ন ক্রমোজোম সংখ্যা যুক্ত জীব বলে। 

   এখানে বিভিন্ন জীবের ক্রমোজোম সংখ্যার একটি তালিকা দেওয়া হলো।



SL No জীবের নাম ক্রোমোজোম সংখ্যা
1 ধান (Oryza sativa) 24
2 গম(Triticum aestivum) 42
3 ভুট্টা (Zea mays) 20
4 আলু (Solanum tuberosum) 48
5 পেয়াজ (Allium cepa) 16
6 টম্যাটো(Solanum lycopersicum) 24
7 মােল্ড ছত্রাক (Aspergillus nidulans) 8
8 মিউকর (Mucor heimalis) 2
9 ফার্ন 1260
10 ইস্ট 34
11 মানুষ 46
12 শিম্পাঞ্জি 48
13 বিড়াল 38
14 কুকুর 78
15 ঘোড়া 64
16 গরু 60
17 গাধা 62
18 গোলকৃমি 2
19 অ্যালাকান্থা 1600
20 অ্যানোফিলিস মশা 6

Post a Comment

0 Comments

Close Menu