Ad Code

জিওট্রপিক চলনের প্রকারভেদ | ডায়াজিওট্রপিক প্ল্যাজিওট্রপিক | অ্যাজিওট্রপিক | |Geotropic Movement and its types with example in bengali

জিওট্রপিক চলনের প্রকারভেদ |  ডায়াজিওট্রপিক প্ল্যাজিওট্রপিক | অ্যাজিওট্রপিক | |Geotropic Movement and its types with example in bengali 


জিওট্রপিক  (Geotropic) চলন:- 

           অভিকর্ষের গতিপথের প্রভাবে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন জিওট্রপিক (Geotropic) বা Gravititropism বা অভিকর্ষবর্তী চলন বলে।

জিওট্রপিক চলনের প্রকারভেদ(Types of Geotropic Movement) :- 

1) পজিটিভ জিওট্রপিক(positive Geotropic) - উদ্ভিদ অঙ্গ যখন অভিকর্ষের অনুকূলে অর্থাৎ অভিকর্ষের দিকেই বৃদ্ধি পায় তখন তাকে অনুকূল অভিকর্ষবৃত্তীয় চলন (Positive Geotropic) চলন বলে।

উদাহরণ- প্রধান মূল অভিকর্ষের দিকেই বৃদ্ধি পায়।



2) নেগেটিভ জিওট্রপিক (Negative) - উদ্ভিদ অঙ্গ যখন অভিকর্ষের প্রতিকূলে অর্থাৎ অভিকর্ষের বিপরীত  দিকে বৃদ্ধি পায় তখন তাকে প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন (Negative Geotropic) চলন বলে।

উদাহরণ- কান্ড অভিকর্ষের বিপরীত  দিকে বৃদ্ধি পায়।

3) প্ল্যাজিওট্রপিক( Plagiotropic Movement) - অভিকর্ষের  সমকোন ছাড়া অন্য কোনো কোনে ( অর্থাৎ <90° বা >90° কোনে) উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে প্ল্যাজিওট্রপিক( Plagiotropic) চলন বলে।

উদাহরণ  - উদ্ভিদের পার্শীয় শাখা-প্রশাখা

4) ডায়াজিওট্রপিক (Diageotropic ) চলন - অভিকর্ষের সমকোন অর্থাৎ 90° কোনে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলে ডায়াজিওট্রপিক চলন।


উদাহরণ- গ্রন্থিকন্দ বা রাইজোম (আদা,হলুদ) বক্রধাবক বা স্টোলন( স্ট্রবেরি, মেন্থা) ইত্যাদি তে।

5) অ্যাজিওট্রপিক(Ageotropic) - উন্নত উদ্ভিদের পার্শীয় কান্ড অভিকর্ষ বলের দ্বারা প্রভাবিত না হয়ে বৃদ্ধি পায়,  ঐ ধরনের চলনকে অ্যাজিওট্রপিক(Ageotropic) বলে।


More related questions 

Check point

Chargaff's rule/চারগাফ বেস অনুপাত

মাধ্যমিক মকটেস্টে

Post a Comment

0 Comments

Close Menu