🔎 Chargaff's rule | চারগাফ বেস অনুপাত:
দুটি পলিডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড্ তন্ত্রী পরস্পর পেঁচিয়ে DNA অনু গঠন করে। একটি তন্ত্রীর নাইট্রোজেন বেসের সাথে অপর তন্ত্রীর নাইট্রোজেন বেস, দুর্বল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। বেস সংযুক্তির ক্ষেত্রে অ্যাডিনিন (A) সর্বদা থাইমিনের (T) সাথে যুক্ত হয় এবং গুয়ানিন (G) সর্বদা সাইটোসিনের(C) সাথে যুক্ত হয়। তাই DNA তে অ্যাডিনিনের (A) সংখ্যা থাইমিনের (T) সমান হয় ও গুয়ানিনের (G) সংখ্যা সাইটোসিনের(C) সমান হয়।
A/T = 1 এবং G/C = 1
এতএব (A+G) / (T+C) = 1
অর্থাৎ, পিউরিন/ পিরিমিডিন = 1.
Chargaff সর্বপ্রথম এই ঘটনা পর্যবেক্ষন করেন, তাই তার নাম অনুসারেই এই অনুপাতকে Chargaff (1950) এর বেস অনুপাত বলা হয়।
এই অনুপাত প্রমাণ করে যে DNA এর গঠন দ্বিতন্ত্রী, কারন তা না হলে A-র সাথে T-র এবং G- র সাথে C - র সংযুক্তির প্রশ্ন থাকত না এবং এই অনুপাতগুলিও পাওয়া যেত না।
0 Comments