চেক পয়েন্ট-
নির্দিষ্ট শর্ত পূরণ না হলে বা নিয়ন্ত্রক পদার্থের অনুপুস্থিতিতে কোষচক্রের যে বিন্দুতে কোশ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায় তাকে চেক পয়েন্ট বলা হয়।কোষচক্রের তিন ধরনের চেক পয়েন্ট লক্ষ্য করা যায় সেগুলি হল-
i) G1/S -Check Point
ii) G2/M -Check Point
iii) M -Check Point
চেক পয়েন্ট গুলি কোষচক্রের সঠিক নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
G1/S Check Point:-
এই সময়ে কোশকে দুটি প্রশ্নের সম্মুখীন হতে হয় -
i) কোশটি কি আকারে বিভাজনের জন্য যথেষ্ট বড় হয়েছে?
ii) কোষ বিভাজনের পরিবেশ কি অনুকূল রয়েছে?
-এই দুই প্রশ্নের সম্মতিসূচক উত্তর পেলে কোশর DNA সংশ্লেষ শুরু হয় অর্থাৎ কোশ S দশায় প্রবেশ করে।
G2/M Check Point:-
এইসময় কোশ আরো কয়েকটি প্রশ্নের সম্মুখীন হয়
i) DNA সংশ্লেষ কি সম্পূর্ণ হয়েছে?
ii) পরিবেশ কি অনুকূল ?
iii) কোশের বৃদ্ধি কি যথেষ্ট হয়েছে?
-এই প্রশ্ন গুলির সম্মতি পেলে কোশ মাইটোটিক দশায় প্রবেশ করে।
M Check point:-
i) এই চেক পয়েন্ট পর্যবেক্ষণ করে যে সমস্ত ক্রোমোজোম গুলি বেমে একত্রিত হয়েছে কিনা?
ii) সমগ্র DNA র প্রতিটি অংশ একবারই প্রতিলিপি গঠন করেছে কিনা?
- এই প্রশ্ন গুলির সম্মতি পেলে পরবর্তী দশাতে কোশ অগ্রসর হতে পারে, সম্মতি না থাকলে অর্থাৎ কোনো ত্রুটি থাকলে কোশ বিভাজন থেমে যাবে।
এইভাবে কোশচক্রের নিয়ন্ত্রণে Check Point ভুমিকা পালন করে।
এইভাবে কোশচক্রের নিয়ন্ত্রণে Check Point ভুমিকা পালন করে।
More Related Questions
0 Comments