Ad Code

বনচাঁড়ালকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় কেন?| প্রকরন চলন| বনচাঁড়ালের বিঞ্জান সম্মত নাম|

 বনচাঁড়ালকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলার কারন :

          বনচাঁড়াল(Desmodium gyrans) গাছের ত্রিফলক যুক্ত পাতার বৃন্তের দুপাশের ছোট উপপত্রক দুটি রসস্ফীতির পার্থক্যের জন্য ক্রমাগত ওঠা-নামা করে, কিন্তু শীর্ষ পত্রকটির কোনো পরিবর্তন ঘটেনা।  একে প্রকরন চলন বলে। এই প্রকার বিশেষ চলন কেবলমাত্র দিনের বেলায় দেখা যায়। রাতে এগুলি নিচের দিকে সোজাসুজি ভাবে অবস্থান করে। এছাড়া,  বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিদ্যুত তরঙ্গ এবং চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতেও এই বিশেষ প্রকরন চলন পরিলিক্ষত হয়। এই প্রকার চলনের জন্য বনচাঁড়াল উদ্ভিদকে "ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ " ( Indian Telegraph Tree) বলা হয়।


✔প্রকরন চলন :

           কোশের রসস্ফিতীর তারতম্যের ফলে বনচাঁড়াল উদ্ভিদের পার্শীয় দুটি ক্ষুদ্রাকার উপপত্র উপবৃত্তাকার পথে পর্যায়ক্রমে উপরে ও নীচে ওঠা-নামা করে, কিন্তু শীর্ষ পত্রকটির কোনো পরিবর্তন ঘটেনা। এছাড়া পত্রক দুটি একটি সম্পূর্ণ আবর্তন (180°) সম্পন্ন করতে দুই মিনিট সময় নেয়। এই ধরনের  চলনকে প্রকরন চলন (Movement  of variation) বলে।

পত্রকগুলি রসস্ফিতীর (Turgidity) জন্য উপরে ওঠে এবং রসশৈথিল্যের (Flaccidity) জন্য নীচে নামে
 
উদাহরণ

           বনচাঁড়াল ( Desmodium gyrans)( ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ)।


Post a Comment

0 Comments

Close Menu