Ad Code

চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয়

 Which part of eye is donated in bengali| চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয় 


➡️একজন ব্যক্তির সম্পূর্ণ চোখ অন্য ব্যক্তির মধ্যে প্রতিস্থাপন করা হয় না। শুধুমাত্র চোখের একটি ক্ষুদ্র অংশ যা কর্নিয়া নামে পরিচিত সেটিকে প্রতিস্থাপন করা হয় । এই প্রতিস্থাপন একজন সুদক্ষ Ophthalmologist করে থাকে । এক্ষেত্রে যে ব্যক্তি চোখের এই কর্নিয়া গ্রহন করে তাকে বলে গ্রহীতা এবং যে ব্যক্তি থেকে গ্রহন করে তাদের দাতা বলা হয় ।


🔘কারন:-
        চোখের সামনের দিকে অবস্থিত একটি উত্তলাকার স্বচ্ছ স্তর এই কর্নিয়া যা কনজাংটিভার ভিতরে অবস্থিত । এই স্তর চোখের মধ্যে আলোকে রেটিনার মধ্যে ফোকাসিত হতে সাহায্য করে, যার ফলে বস্তুর প্রতিবিম্ব ভালোভাবে তৈরি হতে পারে ।

🔘পুরো চোখ প্রতিস্থাপন করা হয়না কারন:-
         
        আমাদের চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হলেও আমরা বুঝতে পারি তখনই যখন অপটিক স্নায়ুর মাধ্যমে সিগন্যাল মস্তিষ্কে পৌছায় । এই অপটিক স্নায়ু (1.3- 2.2) inch দীর্ঘ হয় এবং প্রায় সবথেকে বেশি মোটা হয় 1/5 inch. এছাড়া এটি লক্ষাধিক সূক্ষ্ম স্নায়ুতন্তু দিয়ে তৈরি,  যাদের একবার কাটলে আর জোড়া লাগানো সম্ভব নয়, তাই সম্পূর্ণ চোখ প্রতিস্থাপন করা হয় না। 

Post a Comment

0 Comments

Close Menu