What is Sibling Species | example of Sibling Species
Ans....
🌱 Sibling Species( সিবলিং প্রজাতি):- বহিরাকৃতিতে সাদৃশ্যযুক্ত যখন দুটি জীব পপুলেশন জননগতভাবে বিচ্ছিন্ন হয়, তখন তাদের সিবলিং প্রজাতি বলে।
🔘সিবলিং প্রজাতির অন্তর্গত জীবেরা সাধারনত সমস্থানিক (Sympatric) পপুলেশনের অংশ হয়ে থাকে।
🔘বহিরাগতভাবে এদের একই প্রজাতি মনে হলেও এরা আসলে পৃথক প্রজাতি । বাইরে থেকে এদের চেনা খুবই মুশকিল।
🔘সিবলিং প্রজাতির অস্তিত্ব জৈবিক প্রজাতি ধারনা( Biological Species Concept) যথার্থতা প্রমাণ করে ।
⚄ উদাহরণ:-
✔ ফল মাছির ক্ষেত্রে Drosophila persimilis ও Drosophila pseudobscura দুটি সিবলিং প্রজাতি । এদের বাইরে থেকে দেখে চেনা খুবই কষ্টকর ।
✔ অ্যানোফিলিস মশার ক্ষেত্রে Anopheles maculipennis , A. sacharovi , A. subalpinus, A. atropurvus
1 Comments
ধন্যবাদ
ReplyDelete