Previous years Biology Questions of WBCS exam 2016 in Bangla | Biology Questions of 2016 WBCS | Biology MCQ for WBCS
You can download the pdf of this quiz in below
1. ইনসুলিনের লক্ষ্য কলা হল
ওপরের কোনোটিই নয়.
2. ওজোন স্তরের ক্ষয়ের জন্য
নীচের কোনটি দায়ী १
- কার্বন মনোক্সাইড
ক্লোরোফ্লুরো কার্বন.
3. একটি বিশুদ্ধ লাল ফুল
বহনকারী গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকর ঘটানো হলে F, অপত্যজনুতে সব ফুল গোলাপী রং-এর হলো।
এই ঘটনাকে বলা হবে
Pseudo dominance.
4. একটি হ্রস্বদিবা
উদ্ভিদ-এর দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ 14 ঘণ্টা। এই উদ্ভিদে ফুল ফুটবে যখন দিবা
দৈর্ঘ্য হবে
12 ঘণ্টা.
5. একটি অন্তপরজীবী (endobiotic) ছত্রাক হল
Synchytrium.
6.“গাইনোবেসিক স্টাইল’ (Gynobasic style) পাওয়া যায়—
Labiatae তে.
7. Globule (গ্লোবিউল) ও ‘Nucule’
(নিউকিউল) পাওয়া যায়
Chara.
8. স্পিন্ডল তন্তু তৈরি হয়
Tubulin.
9. Carcinoma নামক ক্যানসারের উৎপত্তি হয়
যে কলাটি থেকে তা হল—
আবরণী কলা.
10. যে পেশীকে ইচ্ছামত
পরিচালনা করা যায়
সরেখ ঐচ্ছিক.
11. December, 2015 -তে অনুষ্ঠিত ক্লাইমেট
চেঞ্জ সম্পর্কিত প্যারিস এগ্রিমেন্ট সম্বন্ধে কোনটি সত্য নয় ?
200 টি দেশের পক্ষে এগ্রিমেন্টটি প্রস্তুত হয়।.
12. গত দুই বছরে ফরেস্ট
সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী কোন রাজ্য/রাজ্যগুলিতে বনভূমির বৃদ্ধি ঘটেছে?
একই সঙ্গে (A) এবং (C).
13. সিঙ্গালীলা ন্যাশনাল
পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
দার্জিলিং.
14. গ্রাব কিসের লার্ভা?
বিটল (Beetle).
15. নীচের কোন্ স্থানটি
জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা
বৈশিষ্ট্যপূর্ণ?
কচ্ছ (Kuch).
16. কমপিটিটিভ এক্সকুশন (Competitive Exclusion) নীতি অনুযায়ী দুইটি প্রজাতি অনেকদিন
ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না?
নিচ্ (Niche).
17. ডারউইন এবং ওয়লেশ দুজনেই
অনুপ্রাণিত হন কার লেখা “An Essay on the Principles of Population’’ বইটি পাঠ করেন?
ম্যালথাস.
18. ক্লোরোফিলে কোন ধাতু আছে?
ম্যাগনেশিয়াম.
19. উদ্ভিজ্জ তেল থেকে
বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
হাইড্রোজেন.
20. দেহের কলা কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়াকে বলে ?
মেটাস্টাসিস.
21. নিচের কোন বক্তব্যটি ত্রুটিপূর্ণ?
ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপে টিউমার সৃষ্টি হয়.
0 Comments