Ad Code

4S Hormone | what is called as 4S hormone and why| 4S হরমোন কী|অ্যাড্রিনালিনকে 4S হরমােন বলে কেন?

4S Hormone | which is called as 4S hormone and why| 4S হরমোন কী| অ্যাড্রিনালিনকে 4S হরমােন বলে কেন?

➡️ অ্যাড্রিনালিন নিম্নলিখিত কাজগুলি করে বলে একে 4S হরমােন বলে –
1.  শক্তির উৎস হিসেবে কাজ করে (Source
of energy)।
2.  দেহে লবণ আয়নের ধারক হিসেবে কাজ করে
(Sait retaining)।
3. যৌন হরমােনের ক্ষরণে সাহায্য করে (Sex
hormone secretion)
4. শর্করা বিপাকে অংশগ্রহণ করে (Sugar
metabolism)

Post a Comment

0 Comments

Close Menu