Ad Code

Keystone Species in Bengali | Example of Keystone Species | Keystone Species List| Keystone Species UPSC |Importance of Keystone Species

Keystone Species in Bengali | Example of Keystone Species | Keystone Species List| Keystone Species UPSC |Importance of Keystone Species 

আমাদের বাস্তুতন্ত্রে সমস্ত প্রজাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে কিছু প্রজাতি রয়েছে যারা বাস্তুতন্ত্রে মূল ভুমিকা গ্রহন করে তাদের "Keystone Species " বলা হয়। এখানে key কথার অর্থ হল মূল। অর্থাৎ তালা -চাবিতে key( চাবি) যেমন মুখ্য ভূমিকা পালন করে তেমনি বাস্তুতন্ত্রে যে প্রজাতি মূখ্য ভূমিকা পালন করে তাদেরকেই Keystone Species বলে , এমনকি যদি এই প্রজাতি বাস্তুতন্ত্র থেকে লুপ্ত হয়ে যায় তাহলে সম্পূর্ণ বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, তাই এদের Keystone Species বলা হয় ।

🔬বৈশিষ্ট্য

  • এরা এর প্রাচুর্যের তুলনায় তুলনামূলক ভাবে বৃহত্তর প্রভাব ফেলে ।

বাস্তুতান্ত্রিক প্রভাব প্রাচুর্যের ব্যাস্তানুপাতিক হয় 
অর্থাৎ এদের সংখ্যা কম হলে প্রভাব বেশি হয়
  • সাধারণত সর্বোচ্চ শ্রেনীর খাদকরাই Keystone Species হয়ে থাকে।
  • এদের সংখ্যা সাধারণত কম হয় ।
🔬উদাহরণ :
1. Sea Otter(সি - ওটার) 
সামুদ্রিক কেল্পের দ্বারা তৈরী কেল্প অরন্যের বাস্তুতন্ত্র ব্যালান্স রাখার ক্ষেত্রে Sea otter keystone Species হিসাবে কাজ করে । কেল্প অরন্যকে Sea Urchin( সি - আরচিন) নামক Echinodermata( একাইনোডার্মাটা) প্রানী খাদ্য হিসেবে ব্যবহার করে, ফলে অরন্যের পরিমাণ কমে যায়। এক্ষেত্রে Sea Otter ঐ Sea urchin কে খেয়ে কেল্প অরন্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। যদি ওই বাস্তুতন্ত্রে Sea Otter কে সরিয়ে দেওয়া হয় তাহলে Sea Urchin কেল্প অরন্যকে খেয়ে ধ্বংস করে দেবে এবং ভবিষ্যতে কেল্প না থাকায় Sea urchin খাদ্য না পেয়ে নিজেরাও লুপ্ত হয়ে যাবে। এইভাবে Sea otter বাস্তুতন্ত্রে সর্বোচ্চ খাদক হিসেবে Keystone Species এর ভুমিকা পালন করে ।



2. African Elephant:
আফ্রিকার হাতি আফ্রিকার তৃনভূমির বাস্তুতান্ত্রিকভারসাম্য রক্ষা করে । তৃনভূমি বলা হয় সেই সমস্ত স্থানকে যেখানে শুধুমাত্র ঘাস থাকবে। সেখান কখনোই বড়ো উদ্ভিদ থাকবে না, তাহলে তাকে আর তৃনভূমি না বলে অরন্য বলা হবে। যদি কখনও বড়ো উদ্ভিদ জন্মায় তখন আফ্রিকার হাতি সেইসব গাছকে ভেঙে দেয় এবং তৃনভূমির বৈশিষ্ট্যকে বজায় রাখে।হাতি যদি সেখান থেকে অন্য স্থানে চলে যায় তাহলে সেই তৃনভূমি ধ্বংস হয়ে অরন্যে পরিনত হবে। এখানে আফ্রিকার হাতি Keystone Species হিসাবে কাজ করে ।


3. Royal Bengal Tiger:- 
সুন্দরবনের Royal Bengal Tiger ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র রক্ষায় Keystone Species হিসাবে কাজ করে ।



4. Fig Tree(ডুমুর গাছ) :- 
বর্ষা অরন্যে বহু সংখ্যক প্রানীকে খাদ্য ও বাসস্থান প্রদান করে Keystone Species এর ভুমিকা পালন করে ।


5. Krill(ক্রিল) :-
সামুদ্রিক Krill(ক্রিল) জলজ বাস্তুতন্ত্রে Keystone Species হিসাবে কাজ করে ।

6. Shark( তিমি) 


7. Grizzly Bears
8. Beavers
9. Humming birds and Honey possums


10. Parrotfish


11. Prairie dogs


12. African Termite

13. Woodpeakers


14. Saguaro cactus



🔬Importance ( গুরুত্ব) :-
বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় মূল ভুমিকা গ্রহন করে।






Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu