1. হাঁপানি রোগের মূল কারণ হলো?
"এলার্জি"
2. বিশ্ব অ্যাজমা দিবস?
5 May.
3. কাকে প্রকৃতির বৃক্ক বলে
জলাভূমি.
4. যে জিন থেকে ক্যান্সার হয় তা হল?
অঙ্কোজিন.
5.COPD হয়?
বায়ু দূষণের ফলে.
6.বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে তার সম্পর্কিত আলোচনা করা হয়, তাকে বলে?
ডেমোগ্রাফি.
7.সিগময়েড বৃদ্ধির গ্রাফের প্রারম্ভিক দশা কে বলা হয়?
ল্যাগ দশা.
8.কোন একটি জনঘনত্বের এক্সপোনেনশিয়াল বৃদ্ধি প্রকাশ করা হয় যার দ্বারা তা হল?
'J' আকৃতির গ্রাফ.
9.দেহের কলা কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়াকে বলে ?
মেটাস্টাসিস.
10. নিচের কোন বক্তব্যটি ত্রুটিপূর্ণ?
ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপে টিউমার সৃষ্টি হয়.
1 Comments
Thanks
ReplyDelete