🔬 Gametogenesis(গ্যামেটোজেনেসিস) :- যে প্রক্রিয়ায় শুক্রাশয় ও ডিম্বাশয়ে গ্যামেট উৎপন্ন হয় তাকেই গ্যামেটোজেনেসিস বলে।
🔬 Spermatogenesis (স্পার্মাটোজেনেসিস) :- যে পদ্ধতিতে শুক্রাশয় এর স্পারমাটোগোনিয়া(Spermatogonia) কোষ থেকে পর্যায়ক্রমিকভাবে পরিণত শুক্রাণু সৃষ্টি হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে।
🔬 Spermiogenesis( স্পার্মিওজেনেসিস) :- যে প্রক্রিয়ায় অপরিণত শুক্রাণু(স্পার্মাটিড(Spermatid) পরিণত শুক্রাণুতে(স্পার্মাটোজোয়া(spermatozoa) রূপান্তরিত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে।
🔬 Oogenesis(ঊজেনেসিস):- যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে ঊজেনেসিস বলে।
1 Comments
Awesome
ReplyDelete