Ad Code

Difference between Anisogamy and Oogamy and Isogamy আইসোগ্যামী, অ্যানাইসোগ্যামী ও উগ্যামীর পার্থক্য কী?

  আইসোগ্যামী,  অ্যানাইসোগ্যামী ও উগ্যামীর পার্থক্য কী?

Ans...

♤ আইসোগ্যামীতে দুটি গ্যামেট আকার, আকৃতি ও প্রকৃতি গতভাবে একই থাকে। উৎপন্ন জাইগোটকে জাইগোস্পোর বলে। 

gamete(1) ○ × ○ gamate (2)

উদাহরণ:- ক্ল্যামাইডোমোনাস(শৈবাল)  মিউকর (ছত্রাক) ইত্যাদি ।

■অ্যানাইসোগ্যামী তে দুটি গ্যামেট আকার, আকৃতি ও প্রকৃতিগত ভাবে আলাদা।

      Gamete (1) ● × ■ Gamete(2)

উগ্যামী তে দুটি গ্যামেটে মধ্যে পুং গ্যামেটটি আকারে ছোট ও সচল এবং স্ত্রী গ্যামেটটি আকারে বড় ও নিশ্চল প্রকৃতির হয়।

গ্যামেট1 (ছোটো, সচল) ~▪ × ■ গ্যামেট2(বড়ো,নিশ্চল)

¤ অ্যানাইসোগ্যামীতে গ্যামেটদ্বয়ের মিলন জনন অঙ্গের বাইরে ঘটে।

উদাহরণ:- ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা ইত্যাদি ।

উগ্যামীতে গ্যামেটদ্বয়ের মিলন জনন অঙ্গের ভিতরে ঘটে।

উদাহরণ:- মানুষ, ঊডোগোনিয়াম, ভলভক্স ইত্যাদি ।

Post a Comment

0 Comments

Close Menu