অভিযোজন এর দ্বারা অভিব্যক্তির পথ সুগম হয় যুক্তিসহ লেখ?
Ans... পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবও বিভিন্ন অঙ্গসংস্থানিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে থাকে, একে বলা হয় অভিযোজন।
জীব সঠিকভাবে অভিযোজিত হলে তবেই তারা যোগ্যতম রূপে বিবেচিত হয় ও পৃথিবীতে বেঁচে থাকার অধিকার পায়। এবং যারা অভিযোজিত হতে পারে না সেই সমস্ত জীব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।
জীবের অভিযোজন এর সাহায্যকারী অনুকূল প্রকরণ বংশপরম্পরায় সঞ্চারিত হতে থাকে এবং কালক্রমে নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির সৃষ্টি হয় ফলে জৈব অভিব্যক্তি ঘটে। সুতরাং দেখা যায় যে অভিব্যক্তি হল ফলাফল এবং তার কারণ হলো অভিযোজন অর্থাৎ অভিযোজনের জন্যই অভিব্যক্তি ঘটে।
0 Comments