Ad Code

Agenda 21 কী?

 Agenda 21 কী?

Ans... পরিবেশ বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধান এর জন্য ব্রাজিলের রিও ডি জেনেরিওতে  1992 সালে( 3- 14 ই জুন )  যে আন্তর্জাতিক সম্মেলন হয় তাকে বসুন্ধরা সম্মেলন(Earth Summit) বলা হয়। এই সম্মেলনে একবিংশ শতাব্দীর পরিবেশর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ  ও তাদের sustainable  development ( স্থিতিশীল উন্নয়ন) সংক্রান্ত যে 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয় তাকে 'Agenda 21' বলা হয়।

☆ চুক্তিপত্র 130  টি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়


🛰 এই সম্মেলনে স্থির হয় ---

✔1. ওজোন স্তর বিনষ্টকারী CFCs- এর উৎপাদন ও ব্যবহার যথাসম্ভব কম করা। 

✔2. এমন বিকল্প রাসায়নিক পদার্থ তৈরি করতে হবে যেগুলি ওজোন স্তরকে ধ্বংস করবে না। 

✔3. জনগনের মধ্যে CFC এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়িয়ে তুলতে হবে।


       যেহেতু CFCs-এর ব্যবহারের মাত্রা উন্নত দেশগুলিতে বেশি, তাই ওজোন স্তর সুরক্ষার জন্য প্রতিনিধিরা আরাে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেন। 

      যেমন ----

✔1. CFCs-এর উৎপাদন 20% কমাতে হবে। 

✔2. ভবিষ্যতে আরাে 30% CFC এর কমাতে হবে।

✔3. উন্নত দেশগুলিকে CFCs-এর ব্যবহার কম করে মাথাপিছু 0.3 কেজি করতে হবে, যার বর্তমান পরিমাণ প্রায় 1.2 কেজি।

Post a Comment

0 Comments

Close Menu